বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী (৪৬) ও গনিতের শিক্ষক অশোক কুমার ঘোষালকে (৫৫) ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক অশোক কুমার ঘোষাল ১০ম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস চলাকালীন হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
ঘটনার জেরে আজ সকাল সাড়ে ১০ টা থেকে কয়েক’শ শিক্ষার্থীর অভিভাবক স্কুলে বিক্ষোভ করেন। পরে বিষয়টি প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীকে জানালে তিনি ওই গনিতের শিক্ষকের পক্ষ নিয়ে পুনরায় কটূক্তি করেন। এতে বিক্ষোভকারীরা ক্ষুদ্ধ হয়ে ওই প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে স্কুল লাইব্রেরীতে আটকে রাখেন।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ওই দুই শিক্ষককে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে আসেন। এসময় কয়েক শতাধিক মানুষ এ ঘটনার বিচার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
দুপুরে চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ ও দুই শিক্ষকের স্বীকারোক্তির পর প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী ও গনিতের শিক্ষক অশোক কুমার ঘোষালকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। বিকালে দণ্ডিত ঐ দুই শিক্ষককে কড়া পুলিশ পাহারায় বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ জানান, শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ ও দুই শিক্ষরকর স্বীকারোক্তির পর দন্ডবিধি ১৮৬০ এর ২৯৮ ধারা অনুযায়ী তাদেরকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-২০