সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে কদমতলী পশ্চিমপাড়ায় বিজয়ী সদস্য প্রার্থী নুরুল ইসলাম সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর ৬ জন সমর্থক ও আত্মীয় স্বজন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ভাংচুর করা হয়েছে।
সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কিরণ সরকারের শিশুকন্যা যমুনা (১০), পাপ্পুর শিশুকন্যা প্রিয়া (৮), ইউসুফ সেখের ছেলে মাজেম আলী (২৫), জেনাত প্রামানিকের ছেলে তারা বাবু (৩৬) বেল্লাল সরকারের মেয়ে তাসলিমা (১৪) ও সাইফুলের ছেলে সাজেদুলকে (১৪) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আজাদ হোসেন জানান, সকালে কলেজে যাওয়ার সময় বিজয়ী প্রার্থী নুরুল ইসলামের এলাকার দুই ছাত্রকে পরাজিত প্রার্থী সরোয়ার হোসেনের লোকজন মারধর করেন। এসংবাদ ছড়িয়ে পড়লে নুরুল ইসলামের সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় ও বসতবাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন