চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাচার হওয়া ভাইবোনকে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শ্রীমতি চায়না রায় (১৭) ও তার ভাই হৃদয় রায়কে (১১) বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরা দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের দ্বিনেশ চন্দ্র রায়ের সন্তান।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ জানান, ভালো কাজের প্রলোভন দিয়ে ২০০৮ সালে ভারতে পাচার করা হয় চায়না ও হৃদয়কে। ভারত সীমান্তে প্রবেশের পর তারা ভারতের বহরামপুর জেলার রাধিকাপুরে বিএসএফ'র হাতে আটক হয়। পরে দু'দেশের যোগাযোগের মাধ্যমে সোমবার তাদেরকে দেশে ফেরত আনা হয়। তাদেরকে দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ