বরিশালের উজিরপুরে চতুর্থ শেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে আয়নাল হক নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধামুরা বাহেরঘাট থেকে তাকে আটক করা হয়।
উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ধামুরা বাহেরঘাট এলাকার ২৭নং মজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী স্কুল সংলগ্ন মুদি দোকানে চকলটে কিনতে যায়। সেখানে দোকানী আয়নাল হক তাকে যৌন হয়রানী করে। স্থানীয়রা টের পেয়ে ওই বৃদ্ধকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ