নাটোরে পুকুরে ডুবে লাম ইসলাম নামে ছয় বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার দস্তানাবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত লাম ইসলাম ওই এলাকার আলম হোসেনের ছেলে। সে দস্তানাবাদ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন