রূপগঞ্জের ইছাপুরা এলাকা থেকে ৩১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ইছাপুরা ছনি এলাকায় আব্দুল মান্নানের বাড়ি থেকে বিয়ারগুলো উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, উপজেলার ইছাপুরা ছনি এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া লিটন ও মান্নান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিয়ার বিক্রি করে আসছে। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মান্নানের বাড়ি থেকে ৩১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মান্নান ও লিটন মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মান্নান ও লিটনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ