নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় বাড়ির গৃহিনীকে লাঠিপেটা করে আহত করা হয়।
সোমবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী হরিচরন দাস জানান, বাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে রামকান্ত দাসের সঙ্গে তার বিরোধ চলে আসছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে রামকান্ত দলবল নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। পরে ঘরের দরজা, জানালা ভাংচুর করে। এছাড়া স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় হরিচরন দাসের স্ত্রী বিনা রানী দাসকে লাঠিপেটা করে।
এ ব্যপারে অভিযুক্ত রামকান্ত দাস বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ