কুমিল্লার চান্দিনায় বাসার ভিতর ককটেল তৈরির সময় বিষ্ফোরণের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদেরক আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার দুপুরে ৮ জনের নাম উল্লেখসহ ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন চান্দিনা থানার এসআই নুরুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে আট আসামির নাম প্রকাশ করা যাচ্ছেনা।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লেখিত ৮জন আসামির মধ্যে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর নাম রয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার রাত ৮টায় চান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতি মূল ফটকের বিপরীতে একটি বাসায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহত হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন