নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানকে দেখতে এসে রিতা বেগম নামে এক গৃহবধূ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ভোলান এলাকায় ঘটে এ ঘটনা।
নির্যাতনের শিকার গৃহবধূ রিতা বেগম জানান, তিনি রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকার ফাইজুদ্দিনের মেয়ে। গত দুই বছর আগে ভোলান এলাকার সামসুল হকের ছেলে নুরে আলমের সঙ্গে তার বিয়ে হয়। নুশরাত জাহান রিমু নামে তাদের একটি কন্যা সন্তান আছে। সন্তান হওয়ার পর থেকেই যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দাবি করে আসছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এজন্য প্রায় সময়ই তার ওপর নির্যাতন করা হতো। তারপরও একমাত্র কন্যার ভবিষ্যতের চিন্তা করে তিনি সংসার করে আসছেন। গত ৪ দিন আগে যৌতুকের টাকা না পেয়ে একমাত্র কন্যা নুশরাতকে রেখে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এরপর সোমবার সকালে সন্তানকে দেখতে আসলে স্বামী নুরে আলম, শ্বশুর সামসুল হক, শাশুড়ি সামসুন্নাহারসহ বাড়ির অন্য সদস্যরা তাকে গালিগালাজ এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ