কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠক এন এম রবিউল আউয়াল চৌধুরীকে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে মেরে ফেলার হুমকি প্রদান করা হচ্ছে। একই সাথে ঐ শিক্ষকের মা-বোনসহ আত্মীয় স্বজনদেরকেও ফোন করে এই শিক্ষককে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে।
এছাড়াও রবিবার রাতে ঐ শিক্ষক তার ফেইসবুক ওয়ালে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে উল্লেখ করেন ‘০১৭৪৩-৭৭০৭০৫’ এই নম্বর থেকে গত তিন চার মাস ধরে তাকে ফোন করে তার কাছে ২ কোটি টাকা দাবি করা হচ্ছে। না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এখনও প্রায় প্রতিদিন তার মাকে ফোন করে তাকে অপহরণ, গুম ও খুন করার কথা বলেন। তিনি আরো লিখেন জানামতে তার কোন শত্রু নেই, কোটি টাকাও নেই। কেন তাকে বিনা কারণে খুন করতে চায়? এখন তার মনে একটা অস্বস্তি তৈরি হয়েছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিদ্দিক স্যার খুন হলেন এরকম বিনা কারণেই। তিনি অধার্মিক ছিলেন না। রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। কেবল ছোট একটা সাংস্কৃতিক সংগঠন ছিল, আপন মনে সাংষ্কৃতিক চর্চা করতেন। এত দিন দেখেছি হত্যার পিছনে আছে ধর্ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতা তবে কি এখন সাংস্কৃতিক চর্চাকেও যুক্ত করা হল? যারা নিজ সংস্কৃতির চর্চাতে বিশ্বাসী, যারা সমাজ ও সংস্কৃতির বোধকে নিজের ভেতর লালন করি এখন থেকে কি সেই বোধকে লালনের পাশাপাশি নিজেকে হত্যা ও খুনের সম্ভাবনা সাথে নিয়ে চলব?
এ বিষয়ে এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হচ্ছে। আগামীকাল নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করব।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন