পেট ব্যথার কারণে টিফিনে ছুটি চাওয়ায় সিরাজগঞ্জের বেলকুচিতে ইমা খাতুন (১৩) নামে এক ছাত্রীকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক।
সোমবার দুপুরে উপজেলার তামাই বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনিয়ে অভিভাবক-ছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পরে মেয়ের বাবা বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দেয়ার পর ঘটনাটি তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
স্কুলছাত্রী ইমার বাবা তামাই গ্রামের ইসমাইল হোসেনে জানান, টিফিনের পর তার মেয়ের হঠাৎ পেটের ব্যথা শুরু হলে বাড়ি আসার জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটি চায়। এসময় প্রধান শিক্ষক সাইদুল ইসলাম ছুটি না দিয়ে উল্টো বাম হাত দিয়ে ইমার কানের ওপর স্বজোরে থাপ্পড় দেন। এতে মেয়েটির কানের পর্দা ফেটে রক্তপাত শুরু হয়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন নিয়ে মেয়েকে দ্রুত উদ্ধার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সদর হাসপাতালে রেফার্ড করেন। বিকেলে আহত মেয়েকে নিয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসান জানান, প্রধান শিক্ষক মেয়েটিকে চর মেরেছে। তবে আঘাতটি গুরুতর কিনা তা জানতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে ছাত্রীটকে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, টিফিনের পর ছাত্রীটি ছুটি চায়। ছুটি দিতে রাজি না হলে সে আমার পিছু পিছু এসে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে আমি তাকে থাপ্পড়ের ভয় দেখিয়ে হাত তুলি। কিন্তু মেয়েটি হঠাৎ এগিয়ে এলে তার গালে চড় লাগে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন