চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক হত্যা মামলার দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার মধ্যম সরফভাটার হাজী মগদর আলী বাড়ি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, নিহত মো. মনজু (২৬) ও মো. কাশেমের (৩০) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
মনজু সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামানের ছেলে। আর কাশেমের বাড়ি কাইন্দারকুল এলাকায়, বাবার নাম বাদশা মিয়া।
গত ১ মার্চ মধ্যম সরফভাটা এলাকায় উকিল আহমেদ নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তার ছেলেকেও সেদিন কুপিয়ে আহত করা হয়।
ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত আসামি মনজু ও কাশেম।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ