ঝালকাঠি ঢাপড় গ্রামে স্কুলে না যাওয়ায় ভৎসনা করায় মায়ের সাথে অভিমান করে উর্মি আক্তার (১৩) নােম এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার বিকেল ৬টায় সদর উপজেলার ঢাপড় গ্রামের নিজ ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার সুত্রে জানাগেছে।
ঘটনার প্রতিবেশীরা তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ঢাপড় গ্রামের মনির গাজির মেয়ে ও ঢাপর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
উর্মির পিতা মনির বলেন, উর্মি সোমবার স্কুলে না যাওয়ায় তার মা তাকে ভৎসনা করে। বিকেলে সবার অগচরে কেউ ঘরে না থাকায় আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
কর্তব্যরত চিকিৎসক তামান্না পারভীন বলেন, গলায় একটি দাগ থাকলেও আত্মহত্যার কোন চিহ্ন নেই। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতন্তের পর মৃত্যুর কারণ জানাযাবে।
ঝালকাঠি সদর থানার এসআই হালিম তালুকদার বলেন, মৃত দেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে। সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন