রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ.এফ.এম রেজাউল করিম হত্যার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার বেলা ১২ টার দিকে পাবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাস চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মানববন্ধন শেষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন শিক্ষক সমিতির সভপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যদেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর আওয়াল কবির, ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুল্লাহ, ডিবিএ চেয়ারম্যান ড. মো: কামরুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো:আব্দুল আলীম প্রমুখ। বক্তারা প্রফেসর ড.এ.এফ.এম রেজাউল করিম হত্যা সহ সকল শিক্ষক হত্যাকান্ডের জড়িত ও দোষী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন