ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক স্থানে রবিবার দিবাগত রাতে রুমি বেগম নামে গৃহবধূ (১৮) ও অনিতা বিশ্বাস (১৪) এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উপজেলার আলগী ইউনিয়নের পূর্বআলগী গ্রামের জাহিদুল সর্দারের স্ত্রী রুমি বেগম (১৮) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া গ্রামের নারায়ণ বিশ্বাসের মেয়ে অনিতা বিশ্বাস (১৪) পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনিতা রায়পাড় সদরদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ গুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুটি ঘটনায় ভাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন