দিনাজপুর জেলার কাহারোলে ২৬ পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
অপরদিকে, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বাদিয়াপাড়া নামকস্থানে শাহী হিমাগারে অগিকান্ডের ঘটনা ঘটে।
সোমবার বিকেল ৪টার দিকে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ায় এই এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
অপরদিকে বীরগঞ্জে সোমবার বিকেল সাড়ে ৫টায় হিমাগারে ওয়েলডিং দিয়ে রড ঝালাই করার সময় সাটারিং এর কাঠ এবং বাঁশে আগুন লেগে যায়।
ডাবোর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ার নীল কণ্ঠ চৌকিদারের রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো দিনেশ মাষ্টার পাড়ায়। এতে ২৬টি পরিবারের ৬০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বোচাগঞ্জ উপজেলা হতে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রয়ে আনে।
সংবাদ পেয়ে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ওসি মনসুর আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান বলা কঠিন।
অপরদিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বাদিয়াপাড়া নামকস্থানে শাহী হিমাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
হিমাগারের ম্যানেজার হিরু জানান, হিমাগারের বর্ধিত অংশের নির্মান কাজ চলছিল। বিকেল সাড়ে ৫টায় ওয়েলডিং দিয়ে রড ঝালাই করার সময় সাটারিং এর কাঠ এবং বাঁশে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা সদর হতে ফারার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দিনাজপুর হতে আরও একটি ফায়ার সার্ভিস ইউনিট এসে যোগ দিলে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সেপেক্টর ফসির উদ্দিন জানান, নির্মাণাধীন ৫তলা ভবনের রড ঝালাই করার সময় আগুনের সুত্রপাত। ভবনটি নির্মানাধীন বলে তেমন কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন