চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলগেট ও আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
সোমবার সকালে ও বিকালে সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন চুয়াডাঙ্গার পৌর এলাকার সাতগাড়ী গ্রামের ডা. শাহাজাহান আলীর ছেলে আবু বকর (৩৫) ও আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মুসা (৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন ও আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, সোমবার বিকাল ৫টার দিকে দর্শনা থেকে মোটরসাইকেল চেপে বাড়ি ফেরার পথে দর্শনা রেলগেটের কাছে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিশান পরিবহন (ঢাকা মেট্রো-জ ১১-২১৩০) তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আবু বকর বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এর আগে এদিন সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ওই গ্রামের বহুমুখী ক্যাডেট মাদ্রাসার নার্সারী ক্লাসের ছাত্র মুসা ক্লাস শেষে আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) চেপে বাড়ি ফেরার পথে খাদিমপুর মোড়ে আলমসাধু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটা উল্টে গেলে মুসা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন