ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পীরবাড়ি এলাকায় এক সাবেক সেনা সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বাহার উদ্দিন (৪৫) শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। এ ঘটনায় এলাকাবাসী মামুন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
থানা সূত্রে খবর, সোমবার রাত ১১টার দিকে পীরবাড়ির মিন্দে আলী বাড়ির পাশের রাস্তায় বাহার উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় মামুন নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত বাহার উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ সালাহ উদ্দীন/ রশিদা