চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় এক ক্লিনিক মালিকের বাড়িতে বোমা হামলা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দোতলার জানালা লক্ষ্য করে বোমাটি ছুড়ে মারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হাসপাতাল এলাকার দেশ ক্লিনিকের মালিক হাসিবুল ইসলাম শান্ত ওই বাড়িতে বসবাস করেন। রাতে কেউ ওই বাড়ির দোতলার জানালা লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্লিনিক মালিকের উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, কারো সাথে ক্লিনিক মালিকের কোনো শত্রুতা নেই। কারা এ হামলা করতে পারে তা ধারণা করতে পারছে না কেউই। তবে, পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন