চাঁপাইনবাবগঞ্জে ফাঁস হয়েছে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র। প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল ২৫এপ্রিল থেকে জেলা ব্যাপি প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে এবং গতকালও বিভিন্ন শ্রেণির প্রশ্নপত্র পরীক্ষার কয়েকঘন্টা আগে বিভিন্ন জনের কাছে পাওয়া যায়। আজও একই ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা দেড়টায় ৩ৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু এ্র আগেই সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে পড়েছে এবং একটি প্রশ্নপত্র এই প্রতিনিধির হাতেও এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে একদিন আগে প্রশ্নপত্র উপজেলা শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পৌঁছে দেয়া হয়েছে। আর এই সুযোগেই প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে প্রশ্নপত্র ফাঁস করছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শহরের একটি নামকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক তাদের প্রাইভেট বাণিজ্য টিকিয়ে রাখতে পরীক্ষা শুরুর আগে এই প্রশ্নপত্র ফাঁস করেছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলামকে জানানো হলে তিনি ট্রেনিংয়ের জন্য ময়মনসিং যাচ্ছেন জানিয়ে বিষয়টি তিনি উপজেলা শিক্ষা অফিসারকে জানানোর জন্য বলেন।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামীম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশ্নপত্রটি নিয়ে এই প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলেন।
পরে বিষয়টি জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলামকে জানানো হলে তিনি রাজশাহীতে রয়েছেন এবং বিষয়টি তিনি দেখছেন বলে জানান।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন