আজ চাঁপাইনবাবগঞ্জে বাংগাবাড়ী সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় বিজিবি প্রতিনিধি দলের পক্ষে ৪৩ বিজিবি’র পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান এবং বিএসএফ প্রতিনিধি দলের পক্ষে ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাজেশ কুমারের নেতৃত্ব শুরু হয় এ পতাকা বৈঠক।
এছাড়া উভয় দেশের যৌথ নদী কমিশনের প্রতিনিধি তথা বাংলাদেশ পক্ষে প্রধান প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোশাররফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম এবং ভারতের পক্ষে মালদাহ জেলার ওয়াটার এন্ড ইরিগেশন বিভাগের চীফ ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।
৪৩ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান জানান, উভয় দেশের সীমান্তে শূন্য রেখা বরাবর প্রবাহমান মহানন্দা ও পূণর্ভবা নদীর তীর সংরক্ষণ কার্যক্রম, বাংলাদেশর পাশে শূণ্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কাঁচা রাস্তা পাঁকা করণ, উভয় দেশের সীমান্ত পরিস্থিতি এবং মাদকদ্রব্য পাচার রোধ নিয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১০