দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ মোস্তফা (৩৫) নামের এক চালক নিহত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চন্ডিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিরামপুর থানার এসআই মোঃ শাহ আলম জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে চন্ডিপুর নামক স্থানে ঢাকা ও দিনাজপুরগামী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক মোস্তফা নিহত হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ট্রাক চালকের ঠিকানা সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২