মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকায় গৃহকর্মী স্বপ্ন বেগম (১৪) এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১০টায় পৌর শহরের বড়হাট এলাকায় কয়ছর মিয়ার বাসায় (মা মঞ্জিল) এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বাসার মালিক কয়ছর মিয়া, তার স্ত্রী আছিয়া বেগম, ছেলে রুবেল মিয়া, মেয়ে রুজিনা বেগম। মৃত স্বপ্না ব্রাহ্মণবাড়িয়ায় জেলার পূর্বভাগ এলাকার ফারুক মিয়ার মেয়ে। তার মৃত্যু নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছেন গৃহকর্মীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না বেশ কয়েক দিন যাবত কয়ছর মিয়ার বাড়িতে কাজ করছে। কান্নার আওয়াজ শুনে প্রতিবেশিরা বাসায় গেলে স্বপ্নাকে মৃত্যু অবস্থায় খাটের উপর দেখতে পান। তারা স্বপ্নার গায়ে ৪টি আঘাত দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে জানতে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন