মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাট থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বরিশাল র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প।
এসময় পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
র্যাব সূত্রে জানা যায়, বরিশাল র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের উৎরাইল হাটে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী নারায়ন সাহা ও আলমগীর হোসেন এর গোডাউন থেকে প্রায় বিশ লাখ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে র্যাব।
পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, শিবচরের উৎরাইল হাটে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করি এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আজ সকালে শিবচরের উৎরাইল হাটে অভিযান চালাই। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে কমপক্ষে ২০ লাখ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করি। ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি ও খুচরা ভাবে এই নিষিদ্ধ পলিথিন উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।’
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪