নিখোঁজের একদিন পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে দুই বন্ধুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র সেতুর নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন শহরের পাটগুদাম এলাকার হকার সাজন (২০) ও পরিবহন শ্রমিক ইমন (২০)।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১১টার সময় এরা বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র সেতুর নিচে তাদের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেছে।”
ওসি বলেন, সন্ত্রাসীরা দুই বন্ধুকে খুন করে নদে ফেলে রেখে গেছে বলে স্বজনরা দাবি করছেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব