শেরপুর শহরের কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকার পৌরসভার ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয় লোকজন ড্রেনে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার পাপের ফসল এখানে ফেলে গেছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব