কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শিশু ও মহিলাসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুত্বর আহত এক শিশু ও দুই মহিলাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, চরপাড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র মোবারক হোসেন (১৫), তার মা মমতাজ বেগম (৪০), বোন জোবাইদা আক্তার (২০), মিজানুর রহমানের স্ত্রী সামিনা আক্তার (২৫), আবদুর রহিমের স্ত্রী সাকেরা বেগম (৪০), কালু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪৫)। এছাড়া বাকি ৪ জনের নাম জানা যায়নি।
নিজেকে জমির মালিক দাবি করে আবদুর রহিম জানান, তাদের দখল করা প্রায় ১০ শতক জায়গায় পরিত্যক্ত একটি বাড়ি ছিল। ওই বাড়ি মেরামত করতে গেলে প্রতিপক্ষ কুতুব উদ্দিন গং লোকজন নিয়ে সশস্ত্রভাবে হামলা চালায়। এ সময় শিশু ও মহিলাসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।
তবে স্থানীয় জালাল আহমদ দাবি করেছেন, আবদুর রহিম জোর করে কুতুব উদ্দিনের জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে অতর্কিত হামলা চালানোর একপর্যায়ে উভয়পক্ষে আরো বড় ধরণের সংঘর্ষ বেঁধে যায়। এতে একসঙ্গে অন্তত ১০ জন আহত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাজিম উদ্দিন জানান, উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় শিশু ও মহিলাসহ তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, জমির দখল নিয়ে দুইপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার খবর শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৯