বরিশাল-বানারীপাড়া সড়কের রায়েরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় টমটম উল্টে চালক শাহিন শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় নিহত শাহিন একই উপজেলার গাভা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।
জানা গেছে, নিহত শাহিন টমটমে পাইপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে টমটমটি উল্টে গেলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব