পাবনার সাঁথিয়া থেকে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সাঁথিয়া উপজেলার পিরাহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাবনা সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে চিলাহাটি গ্রামে কতিপয় দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার দুই সদস্যকে পুলিশ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মুন্নাফ (৩৫) এবং আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামের মৃত নওজেশ আলীর ছেলে হানিফ মোল্লা (৩৮)। তাদের বিরুদ্ধে জেলার সাঁথিয়াসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব