পিরোজপুরে অনিমা মিরবর নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, মঙ্গলবার সকালে জুজখোলা গ্রামের গৃহবধূ অনিমা মিরবরকে তার স্বামী উত্তম মিরবর ও তার শ্বশুরবড়ির লোকজন মিলে মারধর করে। এ সময় তারা অনিমা মিরবরের গলাটিপে ধরে বলে জানায় স্থানীয়রা। এরপর তাকে ঘরের ভিতরে ফেলে রেখে স্বামী উত্তম পালিয়ে যায়। পরে শশুড়ি কল্পনা ও স্থানীয়রা অনিমাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অনিমার গলায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে।
অনিমা মিরবরের পিতা অনন্ত বাছারের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তার মেয়েকে উত্তম ও তার বাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। কিন্তু তারা এভাবে আমার মেয়েকে মেরে ফেলবে বুঝি নাই।
পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ননী গোপাল রায় জানান, অনিমার মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক, ময়না তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব