খাগড়াছড়ির মহালছড়িতে আয়না মারমা (১২) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে কথিত প্রেমিক। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
জানা যায়, সোমবারে স্কুলে যাওয়ার পথে আয়না মারমাকে প্রেমের প্রস্থাব দিয়ে ব্যার্থ হয়ে কথিত মংরে মার্মা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তার বাবা মংহলাচাই মারমা ও এলাকার লোকজন আয়নাকে প্রথমে মহালছড়ি হাসপাতালে নিয়ে যান, সেখানে অবস্থায় অবনতি হলে পরে চট্টগ্রমে প্রেরণ করা হয়। মঙ্গলবার ভোরে আয়না চট্টগ্রামে মারা যায়।
এদিকে, এ ঘটনার পর কথিত প্রেমিক বিষপানে আত্মহত্যার চেষ্ঠা চালায়। এ নিয়ে মহালছড়ি থানায় মেয়ের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মহালছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব