বগুড়ার শেরপুরে রাসেল আহম্মেদ (২৮) নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বেলা আড়াইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার রনবীরবালা গ্রামের মিজানুর রহমানের ছেলে মাদকাসক্ত রাসেল আহম্মেদ (২৮) মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্ত হয়ে রাসেল পরিবারে বিভিন্নভাবে ক্ষতি করে আসছিল। পরিবারের সদস্যদের সে নানা সমস্যায় ফেলে অতিষ্ট করে তুলতো। ফলে বাধ্য হয়ে বাবা পুলিশের আশ্রয় নেয়।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজোহা জানান, মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত রাসেলকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে তার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব