বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিমেন্টবোঝাই ও পাথরবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা মিয়া (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার এ দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশের সহযোগিতায় আহত দ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।
নিহত চালক তারা মিয়া দিনাজপুরের গুট্টিগ্রামের চান মিয়ার ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বগুড়া থেকে একটি পাথর বোঝাই ট্রাক ঢাকা মুখে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরের নয়মাইল নামকস্থানে পৌঁছালে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকের চালক তারা মিয়া মারা যান। পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বগুড়াগামী সিমেন্টবোঝাই ট্রাক ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব