স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তখনই একটি মহল ঈর্ষান্বিত হয়ে জঙ্গী অপতৎরতার নামে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি কঠোর হস্তে ঘাতকদের দমন করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উন্মাদনা-ব্যক্তিগত দ্বন্দ্ব বা পারিবারিক শত্রুতা নিয়ে যে কোন সময় হামলা হতে পারে, এ সকল হামলা কখনও জঙ্গী গোষ্ঠী আবার কখনও অন্যরা করে জঙ্গীর নাম ব্যবহার করা হচ্ছে। সবকিছু সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যও ইতোমধ্যে প্রশাসন নির্দেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জে ঘন ঘন বিদ্যুত লোডশেডিংয়ের বিষয়ে মন্ত্রী সকলকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যায়ী হবার পরামর্শ দিয়ে সিরাজগঞ্জ শহরের সংকটকালীন সময়ে ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সকল পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব