পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষাথীদের নকলে সহায়তা করার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঠগড়া কলেজের ৫ শিক্ষককে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন কাঠগড়া কলেজের দর্শনের শিক্ষক প্রদিপ কুমার, বাংলা বিভাগের শিক্ষক শামিমা আক্তার দিবা, পদার্থ বিজ্ঞানের শাহিন খান, সমাজ বিজ্ঞানের রেজাউল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের আরিফুল ইসলাম।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, মঙ্গলবার ডাটা বেইজ ম্যানেজমেন্ট পরীক্ষার দিন কাঠগড়া কলেজে বিশৃঙ্খলা পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় শিক্ষার্থীদের নকলের সুযোগ করে দেন দায়িত্বরত শিক্ষকরা। নকলে সহায়তা করার অপরাধে ওই কলেজের ৫ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মহেশপুর উপজেলার কাঠগড়া কলেজ কেন্দ্রের হল সুপার মুজিবুল হক জানান, শুনেছি আমার কলেজের ৫ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি পরীক্ষার খাতা নিতে যশোর শিক্ষা বোর্ডে গিয়েছিলাম। তবে পরীর্ক্ষীদের অপরাধের দায় শিক্ষকদের উপর চাপানো ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।
এদিকে বহিষ্কৃত শিক্ষকদের বেতন বন্ধ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে হল সুপার ও কলেজের অধ্যক্ষ। তারা মঙ্গলবার যাদের ডিউটি ছিল না সেই সব নন এমপিও ভুক্ত শিক্ষকদের নাম মিডিয়ার কাছে উল্লেখ করছে। কাঠগড়া কলেজের আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষক মহেশপুর উপজো নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করে জানান, তিনি মঙ্গলবার ডিউটিতে ছিলেন না। তারপরও তাকে বহিষ্কারের তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব