চট্টগ্রামের বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গৃহকর্তা অসীম শীল এবং তার মামা সুকুমার শীলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালখালী থানার এস আই মোস্তাক আহমেদ।
অসীম শীলকে পাঁচদিন এবং সুকুমার শীলকে দু'দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে আদালত আদেশ দিয়েছেন। এর আগে গত ২১ এপ্রিল দুপুরে চন্দনাইশের বরমা বইলতলী এলাকায় বোনের বাড়ি থেকে অসীম শীলকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ১৯ এপ্রিল দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কঞ্জুরী গ্রামের ভূপাল শীলের বাড়ির গৃহবধূ শেলী শীলের লাশ ফাঁসিতে ঝুলানো অবস্থায় ও তাঁর কন্যা অন্তরা শীলের (৫) লাশ বিছানায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে শেলীর মা মিনতি শীল বাদি হয়ে হত্যার অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ অসীমের মা সবিতা শীল ও মামা সুকুমার শীলকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ