ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিতভাবে আহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হাজীপুর ইউনিয়নের শাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নব নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিজয় মিছিলকে কেন্দ্র করে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এরপরই উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ায শুরু হয়। এতে হামলায় উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নব-নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আমার বিজয় মেনে নিতে না পারায় এই হামলা চালিয়েছে।
পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীন জানান, জাতীয় পার্টির প্রার্থীর লোকজন আগে আমাদের উপর হামলা করেছে। পরবর্তীতে উভয় পক্ষের মাঝে সংর্ঘষ বাধে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ