একটি বিস্কুটের প্যাকেটের জন্য সৎ শাশুড়ি এবং জা মিলে এক গৃহবধূকে খুন করেছে বলে অভিযোগ পেয়েছে সন্দ্বীপ থানা পুলিশ। এ অভিযোগে দায়েরে করা মামলায় সোমবার গভীর রাতে পুলিশ শাশুড়ি ও জাকে গ্রেফতার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একটি বিস্কুটের প্যাকেট নিয়ে খালেদা বেগমের সঙ্গে তার সৎ শাশুড়ি ও জায়ের এক সপ্তাহ আগে মনোমালিন্য হয়। দোকান থেকে আনা একটি প্যাকেট থেকে বিস্কুট নিয়ে নিজের ছেলের পাশাপাশি প্রতিবেশির ছেলেকেও খাওয়াচ্ছিল খালেদা। শাশুড়ির বিষয়টি পছন্দ হয়নি। আমরা তদন্তে নেমেছি। তবে যেহেতু মামলা হয়েছে, আমরা শাশুড়ি ও জাকে গ্রেফতার করেছি।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সন্দ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে গলায় শাড়ি পেচানো অবস্থায় খালেদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে শুরু থেকেই হত্যা করে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছিল পুলিশ। স্বামী মনছুর চট্টগ্রাম নগরীতে একটি আইসক্রিম কারখানায় কাজ করেন। তাদের এক বছর বয়সী একটি ছেলে আছে। রাতেই খালেদার ভাই কোরবান আলী বাদি হয়ে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় খালেদার স্বামী, সৎ শাশুড়ি শিল্পী আক্তার ও জা সাবিনা বেগমসহ সাতজনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ