সাভারের আশুলিয়ায় আজ বুধবার পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
অন্যদিকে, পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডস্থ একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত লাশ তিনটির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা