কুষ্টিয়া শহরে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসমি নিহত হয়েছেন।
নিহতের নাম আমিরুল ইসলাম (৪২)। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সোনাইডাঙ্গা গ্রামের জবের মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় সাতটি মামলা রয়েছে বলে থানা সূত্রে খবর।
জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং মাঠ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিিনিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমিরুলকে উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা