নওগাঁর মহাদেবপুর উপজেলার চক কন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফুল ইসলাম (৩৫) নামে এক পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আজ সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শরীফুল উপজেলার চক কন্দরপুর গ্রামের রাজু মন্ডলের ছেলে। তিনি নওগাঁ পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যনের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে শরীফুল কর্মস্থল থেকে বাড়ি ফিরে নিজের ঘরের বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় সে বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনা জানতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শরীফুলের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে শরীফুলের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭