কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাহিনী এলাকায় বাবার সামনেই ১৪ মাসের শিশু ফাহাদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। আজ বেলা ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা মাসুদ আহমেদ (৩৫) ও বোন মারিয়া (৩) আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাইসাইকেলে ১৪ মাসের শিশু ফরহাদ ও তিন বছরের মেয়েকে বসিয়ে গ্রামের রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন মাসুদ। এসময় পেছন থেকে একটি ট্রাক্টর এসে তাদের ধাক্কা দেয়। মাসুদ ও তার মেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় তার ছেলে ফাহাদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলার চাতিয়ানি গ্রামের ট্রাক্টর চালক কেফায়েত উল্লাহকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১০