কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোর ৫টায় টেকনাফস্থ ৩নং সুইচ গেইট এলাকায় নিয়মিত টহল দানকালে ২ লাখ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৬টায় টেকনাফস্থ ৪নং সুইচ গেইট এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন আহমেদ (২০) নামের এক যুবককে আটক করা হয়।
আটক যুবক টেকনাফের কুলালপাড়ার ইমাম হোসেনের ছেলে। বিজিবি-২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ