বগুড়ার দুপচাচিয়ার চৌমহলীতে অভিযান চালিয়ে ৪শ' ৬ বোতল ফেন্সিডিল, ৪ ক্যান বিয়ার ও দুটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা।
বুধবার ভোররাতে উপজেলার চৌমহলী বাজারস্থ বগুড়া-নওগাঁগামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার স্টলের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন বগুড়ার মালগ্রাম মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মেরাজুল ইসলাম (৩৫) ও খান্দার জেলেদার পাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে হুমায়ন কবির (৪৫)।
র্যাব-১২সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি মো. আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় দুপচাচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব