কুমিল্লার তিতাসে পুলিশের উপর হামলা চালিয়ে আবদুল হক নামের এক আসামি ছিনিয়ে নেয়ার দেড় মাস পর ফের তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে পলাতক আসামি আবদুল হককে গ্রেফতার করে।
এর আগে গত ১৭ মার্চ গভীর রাতে জেলার তিতাস থানার এসআই হুমায়ুন কবির ৪ জন সঙ্গীয় ফোর্সসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল হককে গ্রেফতারের জন্য ওই উপজেলার কাপাসকান্দি তার বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এতে ওই বাড়ির ও আশপাশের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার পর থেকে আবদুল হক পলাতক ছিল, তার বিরুদ্ধে পুলিশ আহত করাসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১১