ঠাকুরগাঁও সদর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা হলরুমে এই কর্মশালা উদ্বোধনে করেন তথ্য পরিচলাক(প্রশাসন) মহিবুল হুসাইন। এতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বনামধন্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ কর্মকর্তা জাহিরুল ইসলাম, ডেইলী স্টারের প্রতিনিধি ও তথ্য কমিশনের রির্সোস পারসন কামরুল ইসলাম রুব্যায়াত, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় বক্তারা সরকারি কর্মকর্তাদের তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও জনগণকে তথ্য দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১২