নেত্রকোনা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি, অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। এসময় দূর্গাশ্রম গ্রামের রইছ কারী (৭০) নামের একজন আহত হয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গত মঙ্গলবার মধ্য রাতে নেত্রকোনার সদর উপজেলার বাংলা, দূর্গাশ্রম ও নয়পাড়াসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় মসজিদ, চালকলসহ কাঁচা প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে যাওয়া মসজিদ ও বাড়িঘরের টিনের চাল দুমরে মুচড়ে গেছে। এতে অসংখ্য গাছপালাও বিধ্বস্ত হয়।
এসময় তড়িঘড়ি করে বের হতে চাইলে রইছ কারী (৭০) নামের একজন বৃদ্ধ আহত হন।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা