ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলেটের বিশ্বনাথে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইলকোর্ট। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার নতুন বাজার ও পুরাতন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এসময় মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখায় নতুন বাজারের জমজম ফামের্সীকে দুই হাজার, মানিক মেডিকেল হলকে দুই হাজার, মা-মনি ফামের্সীকে পাঁচ হাজার টাকা, দই’র কৌটায় মেয়াদ লিখা না পওয়ায় রসমেলা ফুডকে তিন হাজার ও পুরানবাজারের মুসলিম সুইটমিটকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা অফিসের সহকারী পরিচালক দেবানন্দ সিন্হা। এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিপনণ অধিদপ্তর কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা অফিসের গবেষণাগার সহকারী মোরাদুল ইসলাম, বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই সুমন চন্দ্র সরকার।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৩