চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামে 'রহস্যজনক' এক সাপ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রামবাসী দুই দফা সাপটিকে মেরে ফেললেও ফের ঐ সাপকে জীবিত দেখে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গতকাল মঙ্গলবার পুলিশ ঐ সাপটিকে গুলি করে মেরে ফেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে আজমতপুর গ্রামের খাইরুল ইসলামের বাড়ির পেছনে একটি নতুন অব্যবহৃত টয়লেটে তিন হাত লম্বা একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে।
কিন্তু রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ আবারও ওই টয়লেটে দেখা যায়। বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পায়নি তারা। পরে দ্বিতীয় সাপটিকে আবারও মেরে তারা ওই গর্তে পুঁতে রাখে।
এরপর সোমবার রাতে আবারও একই ঘটনা ঘটে। একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন তারা। তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। কিন্তু তার গতিবিধির ওপর নজর রাখছিল।
অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ সাপটিকে গুলি করে মেরে ফেলে। এরপর আর কোন রহস্যজনক সাপ দেখা যায়নি। শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৫