জাতীয় গ্রীডে কোন লোডশেডিং না থাকলেও চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে ঘন ঘন বিদ্যৎ বিভ্রাটে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বানিজ্যসহ কল-কারখানার উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে।
একটি সূত্র জানায়, বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত ও সংস্কারের জন্য প্রতি বছর সরকার লাখ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু সঞ্চালন লাইন মেরামত বা সংস্কার না করেই সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগসাজেশ করে বরদ্দকৃত টাকা ভাগবাটোয়া করে নেয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে প্রায়ই মেইন লাইনের তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আবার সামান্য বৃষ্টিসহ বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়।
সম্প্রতি কোন কারণ ছাড়াই দিনে অন্তত ১৫ থেকে ২০ বার বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। বিদ্যুতের এই ঘন ঘন আসা যাওয়ার কারণে ফ্রিজ, টিভি ও কম্পিউটারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। বিশেষ করে মাগরিব ও এশার আজানের সময় বিদ্যুৎ বন্ধ করে দেয়া হচ্ছে।
এদিকে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণ জানার জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে কন্ট্রোল রুমে দায়িত্বপালনকারী এসবিএ আবুল হোসেন জানান, ঢাকা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যুৎ অফিসসহ শহরে কোথাও বিদ্যুৎ নেই। তাৎক্ষনিকভাবে এ বিষয়ে মোবাইল ফোনে নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, শহরে এখন কোন বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেই। তাঁকে কন্ট্রোল রুমে কর্মরত এসবিএ আবুল হোসেনের দেয়া তথ্য সর্ম্পকে বলা হলে তিনি বিষয়টি দেখছেন বলে মোবাইল ফোন রেখে দেয়ার পরপরই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
এ ঘটনাটি সাথে সাথে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলামকে জানানো হলে তিনি বিদ্যুৎ বিভাগের এ কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন।
অন্যদিকে নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বিভিন্ন অজুহাতে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, তিনি বিদ্যুৎ মিটার চেকিংয়ের নামে বিভিন্ন শিল্প ও আবাসিক এলাকায় গিয়ে মিটার ভাল থাকা সত্ত্বেও গ্রাহককে মিটার টেম্পারিংয়ের কথা বলে অবৈধ অর্থ দাবী করছেন এবং অর্থ না পেলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৮